গত কয়েক বছরে একাধিক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারতীয় রেল| কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাতেও যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন| এরপরেই নয়া সিদ্ধান্ত উত্তর পূর্ব রেলের | প্রতিটা লকগেটে বসবে বিশেষ যন্ত্র | এই যন্ত্র গেটম্যানের সঙ্গে স্টেশনমাস্টারের কথা রেকর্ড করতে পারবে |
উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় নিজেদের প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছিল , সিগন্যাল ভেঙেছিল মালগাড়ি| ঘটনার তদন্ত করছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার। দুর্ঘটনার পর পেঁয়াজের খোসার মতো একের পর এক তথ্য সামনে এসেছে | এক জনের সঙ্গে অন্য জনের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে| ইতিমধ্যেই এই ঘটনায় রেলের একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।