চেন্নাই তাঁর দ্বিতীয় বাড়ি। কিন্তু এই শহর এখন বৃষ্টিতে বিপর্যস্ত। তাই উদ্বিগ্ন শ্রীলঙ্কার ক্রিকেটার মহেশ তিকশানা। নিজের এক্স হ্যান্ডেলে চেন্নাইয়ের জলছবির কোলাজ করে শহরের প্রতিটি মানুষের জন্য প্রার্থনা করেছেন এই ক্রিকেটার। তিনি জানিয়েছেন, সবাই যেন এই দুর্যোগ থেকে ভাল থাকেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইয়ের হয়ে খেলেন শ্রীলঙ্কার এই স্পিনার।
এদিকে, রবিবার রাত থেকে শুরু হওয়া চেন্নাইয়ের বৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। সন্ধ্যা পর্যন্ত শহরে প্রতিটি রাস্তা জলমগ্ন। আবহাওয়া দফতর জানিয়েছে, রাত থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। রাজ্যের প্রতিটি উপকূল জেলাকে সর্তক করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই বৃষ্টি দেখে তাঁদের ২০১৭ সালের স্মৃতি ফিরে আসছে। ওই বছর ডিসেম্বর মাসেই বন্যা কবলিত হয়েছিল চেন্নাই।
এই পরিস্থিতিতে মঙ্গলবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার কথা সুপার সাইক্লোন মিগজাউমের। সমতলে আছড়ে পড়ার সময় তার গতি হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। দক্ষিণ-পূর্বের প্রতিটি রাজ্যকে এই ব্যাপারে সতর্ক করেছে দিল্লির মৌসম ভবন।