কাশ্মীরে অনন্তনাগের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে । জঙ্গির লড়াইয়ে শহিদ হয়েছেন তিন নিরাপত্তা আধিকারিক । এদিন, তাঁদের শ্রদ্ধা জানাল শ্রীনগর । বৃহস্পতিবার শ্রীনগর সিভিল সোসাইটির সদস্যরা শহিদ বীরদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি দেন । শুধু তাই নয়, এদিন রাস্তায় নেমে আসে মানুষ । শ্রীনগরের লালচকে হাতে মোমবাতি,মশাল, শহিদ জওয়ানদের ছবি নিয়ে মিছিল করেন । চোখের জলে তাঁদের স্মরণ করেন ।
এদিকে, অনন্তনাগে এখনও তল্লাশি অভিযান জারি রেখেছে সেনাবাহিনী । ওই এলাকায় দুই-তিনজন জঙ্গি লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে । গোটা এলাকায় নজর রাখতে ছোট কোয়াডকপ্টার এবং বড় ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে ।
বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন দুই সেনা অফিসার ও পুলিশের উচ্চপদস্থ কর্তা । তাঁরা হলেন কর্নেল মনপ্রীত সিংহ, মেজর আশিস ধোনাক ও ডিএসপি হুমায়ুন ভাট ।