SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানি।
গত সোমবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসির নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী মিলিয়ে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই ডিভিশন বেঞ্চে এই মামলা চলে। ৯ মে-র মধ্যে এই মামলার নিষ্পত্তির নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। নির্ধারিত সময়ের আগেই হাই কোর্ট রায় দেয়।
এদিকে সন্দেশখালি ঘটনায় সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলারও শুনানি হবে শীর্ষ আদালতে। এর আগে সন্দেশখালি হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।