লোকসভা নির্বাচনের আগেই জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য জানিয়ে দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ওয়াকিবহাল মহলের মতে, কাজ হল সুপ্রিম কোর্টের দাওয়াইয়ে। সোমবার এই ব্যাপারে শীর্ষ আদালতের কাছে আরও সময় চেয়েছিল স্টেট ব্যাঙ্ক। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। শীর্ষ আদালত জানায়, মঙ্গলবারই এই ব্যাপারে তথ্য তুলে দিতে হবে।
আগামী শুক্রবার আদালতের নির্দেশে বিকেল পাঁচটার মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে.বন্ড জমা দেওয়ার ব্যাপারে একটি হলফনামাও দিতে বলেছিল আদালত। সেই হলফনামা ব্যাঙ্কের চেয়ারম্যান ও পরিচালক মণ্ডলী আদালতে এখনও পর্যন্ত জমা দেননি বলেই জানা গিয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলেই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেই বন্ড নিয়ে যাবতীয় তথ্য কমিশনকে তুলে দিতে নির্দেশ ভারতীয় স্টেট ব্যাঙ্ককে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।