ফের একটি গুরুত্বপূর্ণ দফতর কলকাতা থেকে মুম্বইয়ে সরাতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । জানা গিয়েছে, গ্লোবাল ব্যাক অফিস ও বৈদেশিক মুদ্রা সম্পর্কিত বিভাগগুলিকে রাজধানী থেকে বাণিজ্য নগরীতে স্থানান্তর করা হতে পারে । যদিও, সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি । এদিকে, ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চ । দফতর যাতে মুম্বইয়ে সরিয়ে না নিয়ে যাওয়া হয়, সেই সংক্রান্ত একটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ।
২০১৫ সালে ব্যাক অফিসটি কলকাতায় স্থাপন করে স্টেট ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য । ব্যাক অফিসটি সিডনি, বাহরাইন, হংকং, লন্ডন এবং নিউ ইয়র্কের গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা কাজ করে । দফতরটি যাতে সরানো না হয়, সেই আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও । তাঁদের অভিযোগ, রাজ্যকে বঞ্চিতকে করা হচ্ছে ।
এর আগে ২০১৮ সালে সেন্ট্রাল অ্যাকাউন্টস বা কেন্দ্রীয় হিসাব রাখার দফতর সরানো হয়েছিল মুম্বইয়ে । সেইসঙ্গে পিএফের হিসাব ও টাকা মেটানোর বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতরও সরানো হয় ।