সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, এই বিষয়ে কোনও কেন্দ্রীয় আইন না থাকলেও রাজ্যগুলি চাইলে সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিতে আইন প্রণয়ন করতে পারে।
সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্যগুলি হয় যাবতীয় বিবাহ এবং পরিবার সংক্রান্ত আইনকে লিঙ্গনিরপেক্ষ করতে পারে, অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মতো কোনও আইন আনতে পারে। শীর্ষ আদালত আরও বলেছে, রাজ্যগুলি চাইলে সামাজিক দাম্পত্য বা গার্হস্থ সম্পর্কের জন্য আইন প্রণয়ন করতে পারে।
সমপ্রেমের অধিকার আন্দোলনকারীদের জন্য শীর্ষ আদালতের মঙ্গলবারের রায় কিছুটা হতাশাজনক। কারণ সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি না দিয়ে শীর্ষ আদালত বলেছে, এই বিষয়ে আইনি পদক্ষেপ করার সুযোগ আদালতের নেই।
আদালত জানিয়েছে, যেহেতু রূপান্তরীত বা ট্রান্সজেন্ডারদের বর্তমান আইন অনুযায়ী বিপরীত লিঙ্গে বিবাহ স্বীকৃত, সুতরাং বিবাহের মতো আর কোনও যৌথ যাপনকে আইনি স্বীকৃতি দিতে হলে নতুন আইন প্রয়োজন।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির ২১টি আবেদনের প্রেক্ষিতে ৪টি পৃথক রায় দিয়েছে।
Same Sex Marriage: সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি সংক্রান্ত মামলায় আজ রায় দিয়ে পারে আদালত
স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিতে ৫ জন বিচারপতিই অসম্মত হয়েছেন৷ আদালত জানিয়েছে, এই সংক্রান্ত আইন প্রণয়নের দায়িত্ব সংসদের।
একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, সমলিঙ্গ সম্পর্কে থাকা ব্যক্তিরাও যাতে বিবাহিত দম্পতিদের মতোই সুযোগসুবিধা পান এবং তাঁদের যাতে কোনওরকম হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।