এয়ার ইন্ডিয়ার (Air India) আন্তর্জাতিক উড়ানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় এবার আরও কড়া ডিজিসিএ (DGCA)। মাঝ আকাশে যাত্রী অসভ্যতা করছেন, দেখতে পেলেই কড়া হাতে তা দমন করতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন ডিজিসিএ।
এই ধরনের ঘটনা ঘটলে, বিমানকর্মীরা কী করবেন, তার তালিকা তুলে দিয়েছে ডিজিসিএ। নির্দেশিকায় বলা হয়েছে, বিগত কিছুদিন ধরেই দেখা গিয়েছে, মাঝ আকাশে অভদ্র ও দুর্বিনীত যাত্রী, উৎপাত শুরু করছেন। বিশেষ কয়েকটি ক্ষেত্রে সেই গোলমাল সামলাতে ব্যর্থ বিমান চালক ও বিমানকর্মীরা। ডিজিসিএ সাফ জানিয়ে দিয়েছে, যদি দেখা যায়, যাত্রীকে সামলানো যাচ্ছে না, তা হলে পরিস্থিতি বুঝে কড়া হাতে দমন করতে হবে।
আরও পড়ুন: মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে অভব্যতা করে কান্নায় ভেঙে পড়েছিলেন, কে এই শঙ্কর মিশ্র?
সম্প্রতি, মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে অভব্যতা করেন এক ব্যক্তি। ৭০ বছর বয়সী সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন আমেরিকার অর্থলগ্নিকারী সংস্থা ওয়েলস ফার্গো'র ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্র। তাঁর এহেন আচরণে চমকে উঠেছিলেন বিমানে উপস্থিত সকলেই।