নানা ক্ষেত্রেই লিঙ্গ বৈষম্যে (Gender inequality) ভোগা দেশ ভারত। মোবাইলের ব্যবহারেও তার ব্যাতিক্রম হল না। ডিজিটাল জমানায় (Digital era) মুঠোফোনকে একরকম অপরিহার্যই বলা যায়। অথচ দেশের মহিলা জনসংখ্যার মাত্র ৩১ শতাংশের কাছে রয়েছে মোবাইল ফোন। অন্যদিকে ৬০ শতাংশ পুরুষ মুঠোফোনের ব্যবহারে অভ্যস্ত।
অক্সফ্যামের (Oxfam) সাম্প্রতিক এক সমীক্ষায় সামনে এসেছে এই বৈষম্যমূলক পরিসংখ্যান।
২০২২ এর ভারতের বৈষম্যসংক্রান্ত একটি রিপোর্টে বলা হয়েছে, দেশে ডিজিটাল বৈষম্যের শিকার অধিকাংশ মহিলা। মুঠোফোন নয়, মহিলারা এখনও অধিকাংশই সস্তার হ্যান্ডসেট ব্যবহার করেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই তা সীমিত থাকে ফোন কল এবং টেক্সট মেসেজের মধ্যেই।
রিপোর্ট আরও বলছে, শিক্ষাগত যোগ্যতা, জাত-পাত, আয়ের ওপর ভিত্তি করেও ডিজিটাল বৈষম্য রয়েছে দেশে। ডিজিটাল ডিভাইসের ওপর অধিকাংশ পরিবারেই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ থাকে পুরুষের।