রাজ্য যাতে নতুন করে ঋণ না পায়, সেই ব্যবস্থা করতেই দিল্লিতে দিনভর বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনটাই দাবি রাজনৈতিক মহলের। সোমবার দিল্লিতে তিনি দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে। দিল্লিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে বাংলা সম্পর্কে বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। এমনকী, ক্যাগের রিপোর্ট নিয়ে তদন্তের দাবি তুলেছেন।
গত শনিবার রেড রোডের ধরনা মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ১০০ দিনের কাজ এবং আবাসের টাকা বাংলাই দেবে। এরপরেই রাজ্যের বিরোধী দলনেতার দাবি ছিল, তিনি জানতে পেরেছেন, বকেয়া মেটাতে সাত হাজার কোটি টাকার ঋণ নিতে চলেছে রাজ্য সরকার।
এদিন দিল্লিতে নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, পশ্চিমবঙ্গ দেশের একমাত্র রাজ্যে যেখানে ২০১৭ সালে জিএসটি কার্যকরের পর থেকে অডিট হয়নি। তাই, তিনি দাবি করেছেন অডিট হওয়ার পর যাতে বাংলাকে টাকা দেওয়া হয়।