সংসদ ভবন নিয়ে আগ্রহ সবারই। রাজনীতির উত্তেজনা তো রয়েছেই তার সঙ্গে সংসদ ভবন দেখার জন্যও অনেকেই উদগ্রীব থাকেন। তবে বিশেষ ব্যক্তিরা ছাড়া সেখানে প্রবেশের অধিকার থাকে না কারোর। নিজে সাংসদ থাকার সুবাদে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এবার সংসদ ভবনের ভিতরে গেলন সুকান্ত মজুমদার। দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। এমনকি উপহারও পেয়েছে সুকান্তর ছোটো মেয়ে।
সংসদে বাদল অধিবেশ শুরু হয়েছে। সেকারণে স্বপরিবারে দিল্লিতে রয়েছেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসদ ভবন দেখাতে নিয়ে গিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরেও যান তাঁরা। সেখানে টেবিলে রাখা জাতীয় পতাকা ছোটো মেয়ে শ্রীময়ীকে উপহার হিসেবে দেন প্রধানমন্ত্রী।
Read More- সংগঠনে রদবদল? দিল্লিতে সুকান্ত-শুভেন্দুকে তলব নাড্ডার
সংসদ ভবন ঘুরে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছবি তোলেন সুকান্ত মজুমদার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দেখা যাচ্ছে তাঁর ছোটো মেয়ের হাতে রয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া পতাকা। যদিও এর আগেও মিমি চক্রবর্তীও তাঁর মাকে নিয়ে গিয়েছিলেন সংসদ ভবনে।