চাঁদের দক্ষিণ মেরুতে গত ছয়দিন ধরে অনুসন্ধান জারি রয়েছে রোভার প্রজ্ঞানের (Rover Pragyan) । খোঁজ চালিয়ে বিভিন্নরকম তথ্য পাঠাচ্ছে ইসরো-কে (ISRO) । প্রজ্ঞানের পাঠানো তথ্য থেকেই জানা গেল, চাঁদের দক্ষিণ মেরুর কাছে রয়েছে সালফার (Sulfer) । এছাড়াও সেখানে রয়েছে অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেন । এখন হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান । মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে ইসরো ।
লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস) রয়েছে প্রজ্ঞানে । তার মাধ্যমেই চাঁদে সালফার-সহ বিভিন্ন খনিজের খোঁজ পেয়েছে প্রজ্ঞান । কীভাবে ?
আরও পড়ুন, Chandrayaan 3: আর মাত্র কয়েকদিন, কী কী কাজ বাকি রয়েছে রোভার প্রজ্ঞানের?
জানা গিয়েছে, নমুনা সংগ্রহ করে লেজার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে এলআইবিএস । সেই নমুনা পরীক্ষার মাধ্যমেই সালফার ও বিভিন্ন খনিজের সন্ধান পেয়েছে প্রজ্ঞান । যদিও ইসরোর মতে, এই খনিজগুলি যে চাঁদে পাওয়া যাবে, তা প্রত্যাশিত ছিল । এখন চাঁদে হাইড্রোজেনের অস্তিত্ব আছে কি না, তারই খোঁজ চলছে ।
ISRO-র তরফে জানা গিয়েছে, প্রজ্ঞানে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র বসানো আছে। যার মাধ্যমে নিয়মিত চাঁদের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ISRO। আগামী কয়েকদিনও একই কাজ করবে।
চন্দ্রযান ৩ পাঠানোর মূল তিনটি উদ্দেশ্য ছিল ISRO-র। তার মধ্যে প্রথমটি ছিল চন্দ্রযানকে সঠিকভাবে ল্যান্ড করানো। দ্বিতীয়টি ছিল চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানকে হাঁটানো। এবং তৃতীয়টি হল সেখান থেকে তথ্য সংগ্রহ। প্রথম দুটির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হলেও তৃতীয় কাজটি করছে প্রজ্ঞান।