এর আগে চাঁদের নীচে শুক্রের টিপ দেখা গিয়েছিল। বিরল সেই দৃশ্যের সাক্ষী থেকেছিল বিশ্ববাসী। আগামী ৫ মে আরও এক মহাজাগতিক বিরল দৃশ্যের দেখা মিলবে রাতের আকাশে। সূর্যের আলো তির্যক ভাবে পড়লে যে ছায়া তৈরি হয়, তার নাম পেনুমব্রা। ৫ মে, পৃথিবী ছুঁয়ে সেই ছায়া পড়তে পারে চাঁদে। ওইদিন রাত ৮ টা বেজে ৫৫ মিনিটে এই দৃশ্য দেখতে চোখ রাখা যায় রাতের আকাশে।
তবে ভাগ্যদোষে এই দৃশ্য না দেখতে পেলে, ফের অপেক্ষা দুই দশকের। ২০৪২ সালে আবার এমন ঘটনা আকাশে দেখা যাবে। গ্রহণের সময় বিশ্বের যে অংশে রাত সেখানেই দেখা যাবে সূর্যের ছায়ায় ঢাকা চাঁদের রূপ। তবে শর্ত একটাই আকাশ থাকা চাই পরিস্কার। এই বিশেষ গ্রহণটিকে পরিভাষায় পেনুব্রাল গ্রহণও বলা হয়ে থাকে।