তাঁর জীবন দেশের জন্য। আদালতে দাঁড়িয়ে একথা জানিয়েছিলেন গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। এবার স্বামীর গ্রেফতারির জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করলেন কেজরিওয়াল পত্নী সুনীতা কেজরিওয়াল। দিল্লিতে তাঁর অভিযোগ, ক্ষমতার দম্ভ দেখাতে গিয়ে দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছেন প্রধানমন্ত্রী। ২৮ মার্চ পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর গ্রেফতারির প্রতিবাদে সরব হয় বিরোধীরা। শুক্রবার সকালেই সুনীতা কেজরিওয়ালকে ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল পত্নীর অভিযোগ, সবাইকে চূর্ণ করতেই নিজের দম্ভকে কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গ্রেফতারি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমান। এই অভিযোগও করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী।