ফাঁসি নয়, মৃত্যুদণ্ড হোক 'কম যন্ত্রণাদায়ক ও মর্যাদাপূর্ণ'। কেন্দ্রকে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চে একটি মামলার শুনানি ছিল। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয় খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
মামলার শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে শীর্ষ আদালতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি। মৃত্যুদণ্ডের বিকল্প পথ খোঁজার জন্য বিশেষজ্ঞ কমিটিতে দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো অন্তত দুটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক, বৈজ্ঞানিক, মনোবিদ ও বিশিষ্টদের রাখার সুপারিশ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রকে জানায়, "কাউকে ফাঁসিতে ঝোলানো হলে মৃত্যু পর্যন্ত তাকে যে অপরিসীম যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তা খতিয়ে দেখা প্রয়োজন। ফাঁসির বিকল্প খোঁজা উচিত।" ফাঁসিকাঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিও মর্যাদাপূর্ণ নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত।