আদালতের শোনানো সাজার সময়ের চেয়ে বেশিদিন দোষীকে রাখা হয়েছে জেলে। তাই ধর্ষককে (Rapist) সাড়ে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ (Compensation) দিতে হবে ছত্তিশগড় সরকারকে। এমনি নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
শীর্ষ আদালতের (Apex Court) বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানিয়েছে, বেআইনি ভাবে দোষীকে জেলে রাখার দরুণ ধর্ষকের মানসিক যন্ত্রণা তো হয়েইছে, উপরন্তু দোষীর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তার প্রেক্ষিতেই সাড়ে ৭ লক্ষের ক্ষতিপূরণ দেওয়ার সুপ্রিম নির্দেশ।
West Bengal Weather Update: রাজ্যে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এক ব্যক্তি। ১২ বছর থেকে কমে তাঁর সশ্রম কারাবাস হয়েছিল ৭ বছরের। ছত্তিশগড় হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ওই ব্যক্তি। মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানায়, ওই ব্যক্তিকে মোট ১০ বছর, ৩ মাস, ১৬ দিন, অর্থাৎ তার প্রাপ্ত সাজার চেয়েও বেশি সময় হাজতবাস করতে হয়েছে।