কেন্দ্রের নোটবাতিলের(Demonetization) সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। সোমবার রায়দান করে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। এদিন ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট(Supreme Court on Demonetization)। দেশের সর্বোচ্চ আদালতের আরও দাবি, কেন্দ্রীয় সরকারের আর্থিক কোনও সিদ্ধান্তকে পাল্টে দেওয়া যায় না। কেন্দ্রের সিদ্ধান্তের পক্ষে মত দেন চার বিচারপতি, বিরুদ্ধে মত দেন এক জন। বিচারপতি এসএ নাজিরের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন বলেই খবর।
সুপ্রিম কোর্টে নোটবন্দির সিদ্ধান্তকে(Central Govt. on Demonetization) চ্যালেঞ্জ করে মোট ৫৮টি পিটিশন দায়ের করা হয়। আবেদনকারীদের যুক্তি ছিল, নোট বাতিলের এই সিদ্ধান্ত ঠিক ছিল না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে মামলা হয় দেশের সর্বোচ্চ আদালতে। কেন্দ্র সরকারে(Modi Govt. on Demonetization) পাল্টা জানায়, এই সিদ্ধান্তকে আর বাতিল করা সম্ভব নয়।
২০১৬ সালে নোটবন্দির জেরে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ(People sufferes from Demonetization)। টাকা বদলানোর জন্য ব্যাঙ্কে ব্যাঙ্কে লম্বা লাইন দেখা যায়। এমনকি, লম্বা লাইনে দাঁড়িয়ে একাধিক মৃত্যুর খবরও মিলেছিল। যদিও দেখা যায়, খোলাবাজারে থাকা টাকার প্রায় পুরোটাই ফিরে এসেছে ব্যাঙ্কে(RBI on Demonetization)।