আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে এবার সেবি-র প্রতিক্রিয়া চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার সেবি-র কর্তাদের আদালতে এসে মতামতা জানাতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিনিয়োগকারীদের ভবিষ্যতের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে সেবি-কে।
আগেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। বৃহস্পতিবার আইনজীবী বিশাল তিওয়ারি প্রধান বিচারপতির এজলাসে পৃথক মামলা করেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুক্রবার মামলার শুনানি হয়।
আরও পড়ুন: পেটিএমের সঙ্গে ব্লক ডিল, সব শেয়ার বিক্রি করে ভারতকে বিদায় আলিবাবার
সোমবার সেবি-কে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও অন্য সূত্রে এই বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে জানাতে হবে। যাতে বাজারে বিনিয়োগকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়। বিচারপতি পিএস নরসীমা ও বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ যদিও এই বিষয়ে একটি কমিটি গড়ার পরামর্শ দিয়েছেন।