গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর প্রথম দিনেই নজিরবিহীন ঘটনা ঘটল দেশের শীর্ষ আদালতে (Supreme Court)। একদিনে রায়দান হল ৪৪টি মামলার! তার মধ্যে একজন বিচারপতি একাই ২০টি মামলার রায় দিলেন।
সোমবার ছিল গ্রীষ্মাবকাশের পর শীর্ষ আদালতের প্রথম কাজের দিন। প্রথমদিনেই ৪৪টি মামলার রায়দান হওয়ায় চমকে গিয়েছেন অনেকেই। বিচারপতি এমআর শাহ-ই (Justice MR Shah) নিজেই দিয়েছেন ২০টি মামলার রায়।
Arijit Singh: স্কুলে ঢুকতেই দেখা ইংরেজি দিদিমণির সঙ্গে, জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর ছবি ভাইরাল
গত ২৩ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি থাকায় যাবতীয় কাজকর্ম বন্ধ ছিল। তার পর আদালত খুলতেই শুরু হল ঝড়ের গতিতে রায়দান। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কেজি বালকৃষ্ণণ এই চমৎকার পারফর্মেন্সের জন্য বিচারপতিদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
এই মুহূর্তে দেশের বিচারব্যবস্থার বিভিন্ন স্তরে অন্তত ৪ কোটি ৭০ লক্ষ মামলা ঝুলে রয়েছে। এর বেশিরভাগটাই জেলা আদালতে। তবে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টেও বহু মামলা ঝুলে রয়েছে। এর মাঝেই সুপ্রিম কোর্টের সোমবারের ঘটনা নজির গড়ল।