কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। শনিবার নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর ও আসানসোল উত্তর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
সেদিনই দমদম বিমানবন্দরে নামিয়েই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রবিবার আসানসোল আদালতে তাঁকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সোমবারই তাঁর গ্রেফতারির নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।