চলতি টি-২০ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। এবার তাঁর মুকুটে যোগ হল আরও একটি পালক। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (৮৪২ পয়েন্ট)-কে পিছনে ফেলে আন্তর্জাতিক টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতের সূর্যকুমার যাদব (৮৬৩ পয়েন্ট)। সূর্য এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৯০০ রান করে ফেলেছেন ইতিমধ্যে। এর আগে এই নজির রয়েছে মাত্র দু'জন ক্রিকেটারের। পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।
এ বারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। ৪ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১৬৪ রান। পাকিস্তান ম্যাচে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। পরের দু’টি ম্যাচেই অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫১ রান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও সূর্য ৬৯ রান করেন। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ৩০ রান করেন তিনি।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ২৫ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। ওই ইনিংসে তিনি মারেন ৭টি চার ও একটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২০৪। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের ৪ উইকেট ৪২ রানে পড়ে যাওয়ার পর সূর্যকুমার যাদব একাই দলের হাল ধরেন এবং ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি মারেন ৬টি চার ও ৩টি ছক্কা।