বাজি কারখানায় আগুন লেগে বড়সড় বিস্ফোরণ (Tamil Nadu Blast)। ঘটনায় ইতিমধ্যেই মহিলা-সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৩ জন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আরিয়ালুর জেলার ঘটনা।
গত পাঁচ দিনে এই নিয়ে দ্বিতীয় বার এই বিস্ফোরণের ঘটনা। ইতিমধ্যেই মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কোথাও ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন - লক্ষ্য পিছিয়ে থাকা মানুষের ভোট, জাতি সমীক্ষার সিদ্ধান্তে সিলমোহর রাহুলের
ওই বাজি কারখানার বৈধ লাইসেন্স রয়েছে। কিন্তু ঠিক কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। কারখানার ভিতরে থাকা ন'টি দু’চাকা, একটি ট্রাক এবং একটি ভ্যান বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছে।