তারিখের ফাঁসে দেশের বিচার ব্যবস্থা। তাই নিজের উষ্মা আর চেপে রাখতে পারলেন না দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর মুখ দিয়েও বেরিয়ে এল বলিউডের সংলাপ।
তিনি জানালেন, ভারতের আদালতগুলি তারিখ পে তারিখের আস্তানা হয়ে যাচ্ছে। একথাতেই তিনি স্বীকার করলেন, এই কারণে দেশের বিচার অনেক পিছিয়ে যাচ্ছে।
নয়ের দশকে বলিউডে মুক্তি পেয়েছিল রাজকুমার সন্তোষী পরিচালিত ছবি দামিনি। সেই ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল। তাঁর মুখেই ছিল এই বিখ্যাত সংলাপ, তারিখ পে তারিখ।
শুক্রবার প্রধান বিচারপতি জানান, তাঁরা চান না, দেশের আদালতগুলি তারিখ পে তারিখ আদালতে পরিণত হোক। মূলত, আইনজীবীদের কাছ থেকেই এদিন ১৭৮টি মামলার মুলতুবি আবেদন এসেছে। তার প্রেক্ষিতেই নিজের ক্ষোভ উগড়ে দেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি জানান, গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেই ৩ হাজার ৬৮৮টি মামলার মূলতুবি চেয়েছেন আইনজীবীরা। কখনও আইনজীবীর অনুপস্থিতি, কখনও ইচ্ছাকৃত মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টার জেরে দিনের পর দিন মামলা মুলতুবি হচ্ছে।