আচমকাই পেশায় চিকিৎসক (woman doctor) মাত্র ২৪ বছর বয়সি তরুণীর বাড়িতে হামলার অভিযোগ। তুলে নিয়ে যাওয়া হল ওই তরুণীকে। এমনকি তরুণীর বাবাকে বেধড়ক মারধর করে তাঁদের বাড়িতেও ভাঙচুর চালালেন প্রায় একশো যুবক। যে ভয়াবহ ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে (CCTV)। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) রঙ্গারেড্ডি জেলার রচকোণ্ডা থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ওই ঘটনাটি শুক্রবারের। ফুটেজে দেখা গিয়েছে, বৈশালী নামে ২৪ বছরের চিকিৎসকের বাড়িতে ভাঙচুর চালানো হল। এক প্রৌঢ় বাধা দিতে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর টেনে নিয়ে গাড়িতে তোলা হল ওই চিকিৎসককে।
আরও পড়ুন- 'আফতাবের ফাঁসি চাই', পুলিশি অসহযোগিতার অভিযোগ এনে দাবি শ্রদ্ধার বাবা বিকাশের
কেন এই হামলার ঘটনা তা জানা যায়নি। রচকোণ্ডা পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত। ওই তরুণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।