সংশোধনী নাগরিকত্ব আইন লাগু হতেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন তামিলগা ভেত্রি কাজাগাম দলের প্রতিষ্ঠাতা তথা দক্ষিনী সুপারস্টার থালাপতি বিজয়। তিনি টুইটে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সংশোধনী নাগরিকত্ব আইন অর্থাৎ CAA-র বাস্তবায়ন একেবারেই 'গ্রহণযোগ্য নয়'। এমনকি তিনি তামিলনাড়ু সরকারকে সে রাজ্যে এই আইন লাগু না করার জন্যও অনুরোধ করেন।
অভিনেতা থালাপতি বিজয় বিবৃতিতে আরও জানিয়েছেন, 'যে পরিবেশে দেশের সকল নাগরিক সামাজিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে সেখানে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ) এর মতো কোনও আইন প্রয়োগ করা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে,' রাজনৈতিক নেতাদের নিশ্চিত করা উচিত, যে এই আইন তামিলনাড়ুতে যেন প্রয়োগ না করা হয়।'
আরও পড়ুন - নাগরিকত্ব সংশোধনের আবেদন, CAA লাগুর পর চালু সরকারি পোর্টালও
বিজয় ছাড়াও, অন্যান্য বিরোধী নেতারাও নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার জন্য কেন্দ্রের সমালোচনা করেছেন, লোকসভা নির্বাচনের আগে সমাজের মেরুকরণ তৈরি করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে বিজেপির বিরুদ্ধে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই আইনকে বিজেপির 'বিভাজনমূলক এজেন্ডা' হিসাবেও চিহ্নিত করেছেন। জানিয়েছেন, 'জনগণ বিজেপিকে এর উপযুক্ত শিক্ষাও দেবে।'