তাঁরা চ্যাম্পিয়ন। দেশ-বিদেশ থেকে ভারতের জন্য অনেক পদক তাঁরা জিতে এনেছিলেন। কিন্তু গত রবিবার দিল্লির রাজপথে পুলিশি জুলমের প্রতিবাদে এবার সেই পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারী কুস্তিগীররা। মঙ্গলবার সন্ধ্যায় হরিদ্বার গিয়ে পদক গঙ্গায় ফেলে কথাই জানিয়েছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। কুস্তি ফেডারেশনের সর্বময় কর্তা ব্রিজভূষণের বিরুদ্ধে তাঁদের অভিযোগ নিয়ে নীরব থাকার প্রতিবাদেই এই সিদ্ধান্ত।
মঙ্গলবার টুইট করে সাক্ষী মালিক জানান, এই পদকগুলি তাঁদের প্রাণ। কিন্তু যে দেশের জন্য এই পদক তাঁরা জিতেছেন, আজ সেই দেশেই তাঁরা ব্রাত্য। তাই তাঁরা ঠিক করেছেন পদক গঙ্গায় বিসর্জন দিয়ে ইন্ডিয়া গেটের সামনে আমরন অনশন শুরু করবেন। গত ররিবারের ঘটনায় কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছিলেন অলিম্পিকে সোনা জয়ী দুই ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়া এবং অভিনব বিন্দ্রা।
টুইট করে সেদিনের ঘটনার তীব্র নিন্দা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই ঘটনায় দিল্লি পুলিশের দাবি ছিল, তাঁরা কুস্তিগীরদের সম্মান করেন। কিন্তু আইন-শৃঙ্খলা নিজের হাতে তুলে নিতে পারে না।