ইতিহাস তৈরি করেছে ISRO, সম্প্রতি চাঁদের মাটি ছুঁয়েছে ‘চন্দ্রযান ৩’, তখনই মনে মনে একটা বিষয় ঠিক করেই রেখেছিলেন পরিচালক শুভ্রজিৎ চৌধুরী (Subhrajit Mitra)। সেই মতোই চাঁদে জমিও কিনে ফেলেছেন পরিচালক। চুক্তিপত্র হাতে পেয়েই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক।
AIIMS Doctors: মাঝআকাশে হৃদস্পন্দন বন্ধ, এইমসের পাঁচ চিকিৎসকের সহায়তায় নতুন জীবন পেল ২ বছরের শিশু
তিনি চুক্তিপত্র শেয়ার করে লিখেছেন, “চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোর চন্দ্রযান ৩-র সফল অবতরণকে সেলিব্রেট করতে চাঁদেই কয়েক একর জমি কিনে ফেললাম।” লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস চাঁদে জমির রেজিস্ট্রি করায়। সেই সংস্থার হাত ধরেই চাঁদে কয়েক একর জমি কিনে ফেললেন পরিচালক।