রাজ্যের ডিজি বদলের পর এবার লোকসভা ভোটের আগে জেলা প্রশাসনেও রদবদল করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমের জেলাশাসকদের সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। কমিশনের সূত্রে দাবি করা হয়েছে, এই চার জেলায় যাঁরা জেলাশাসক ছিলেন তাঁরা সবাই ডব্লিউবিসিএস থেকে পদোন্নতি পেয়ে আইএএস হয়েছেন।
এই রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যেও পুলিশ প্রশাসনে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে গুজরাতের নাম। কমিশন জানিয়েছে, পঞ্জাব এবং অসমেও পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে।
এর আগে রাজ্যের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। তাঁর বদলে ওই পদে আনা হয় বিবেক সহায়কে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলে রাজ্য পুলিশের ডিজি করা হয় সঞ্জয় মুখোপাধ্যায়কে।