গোয়ার বিচ মানেই মদ, পার্টি এবং দেদাড় হুল্লোড়। এতদিন এটাই ছিল রেওয়াজ। তাতে নিষেধাজ্ঞা জারির জল্পনা চলছিল তিন বছরেরও বেশি সময় ধরে। অবশেষে তাতে সিলমোহর পড়ল। গোয়াতে পাবলিক প্লেসে মদ্যপান করা যাবে না। এমনকী, রান্না করেও খাওয়া যাবে না। এমনই আইন আনল গোয়া পর্যটন দফতর। করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
শুধু তাই নয়। সোমবার একটি বিল পাস করে গোয়া টুরিজমের ডিরেক্টর নিখিল দেশাই জানান, মালভান (দক্ষিণ মহারাষ্ট্র) এবং কারওয়ার (কর্ণাটক)-এর মতো গোয়ার বাইরের স্থানেও ওয়াটার স্পোর্টসের জন্য অননুমোদিত টিকিট বিক্রি করা যাবে না। পাবলিক প্লেসে মদ্যপান, রান্না করা, ভিক্ষা করা ইত্যাদি পর্যটন কেন্দ্রকে কালিমালিপ্ত করে বলেও জানান তিনি।
রান্না করা, খাবার খাওয়া, মদ্যপান করার মতোই নিষিদ্ধ করা হয়েছে প্রকাশ্যে আবর্জনা ছড়ানো, কাচের বোতল ভাঙার মতো বিষয়গুলিকেও। কোনওভাবেই যাতে এই পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে কোনও বয়সী পর্যটকই বিব্রত না হোন বা বিপাকে না পড়েন, সেই কারণেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গোয়া পর্যটন দফতরের পক্ষ থেকে জানানো হয়।
'গোয়ার পর্যটনের চরিত্রের পুনঃউদ্ভাবন'-এর লক্ষ্যে নেওয়া এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন একাধিক মানুষও।