অল্প কয়েকদিনের ছুটিতে বেড়িয়ে আসার জন্য বাঙালির পছন্দের ডেস্টিনেশন পুরী। এবার আরও সাধ্যের মধ্যেই পুরীতে ঘুরে আসতে পারবেন পর্যটকরা। কারণ এবার জগন্নাথধাম পুরীতে গড়ে উঠবে বাংলার সরকারি গেস্টহাউজ। মঙ্গলবার ব্যক্তিগত সফরে ভুবনেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ মিটিয়ে বুধবারই গেস্ট হাউজের জন্য প্রস্তাবিত জমি সচক্ষে দেখতে যাবেন তিনি। এই গেস্ট হাউজ গড়ে উঠলে খুব ভাল পরিষেবা পেতে পারেন পর্যটকেরা। আর পুরীতে বাংলা সরকারি গেস্ট হাউজ এটিই প্রথম।
Cucumber Benefits: ত্বক ও শরীরের যত্নে গরমে রোজ খাদ্য তালিকায় আর রূপচর্চায় থাকুক শশা, জানুন গুণাগুণ
ঝটিকা সফরে ভুবনেশ্বর গেলেও, একদিন পুরীর জগন্নাথ ধাম দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর রাজ্য পূর্ত দফতরের কয়েকজন আধিকারিক এর জন্য ওড়িশা যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ভুবনেশ্বরের জন্য রওনা দেবেন তাঁরা