সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে এবার ভারতীয় সেনার সাহায্য চাইল সিকিম সরকার। গত কয়েকদিনের বৃষ্টির জেরে এই রাজ্যে এখনও আটকে কয়েক হাজার পর্যটক। এরমধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিদেশি। মূলত উত্তর সিকিম থেকে এয়ারলিফ্ট করার জন্য সেনা সাহায্য চাওয়া হয়েছে। যদিও এখনও বৃষ্টি চলছে।
তার জেরে, প্রভাব পড়ছে উত্তরবঙ্গে। সিকিমের বৃষ্টির জলে ছাপিয়ে যাচ্ছে তিস্তা। ফুঁসছে রায়ঢাকও। আজ, শনিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে উদ্ধার কতটা সম্ভব হবে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।
সরকারি হিসাব বলছে, সিকিমের বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় ১২০০ পর্যটক আটকে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। তাঁদের ওই রাজ্য থেকে বার করে আনার জন্য প্রশাসন ও সেনার মধ্যে কথা শুরু হয়েছে বলেই খবর। প্রাকৃতিক দুর্যোগের কারণে সিকিমে আটকে পড়া রাজ্যের পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। শুক্রবার কালিম্পঙের জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।