ধর্মঘটে স্তব্ধ চারপাশ। একটিও গাড়ি ঘোড়া নেই। এদিকে বিয়ের সাজে অপেক্ষা করছেন হবু বউ। এমতাবস্থায় ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটেই বিয়ে করতে পৌঁছলেন বর। তাঁর সফরে সাথ দিয়ে বরযাত্রীও। ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড় জেলায়। সারারাত পায়ে হেঁটে প্রেয়সীর কাছে পৌঁছলেন বর।
জানা গিয়েছে, পাত্রের বাড়ি রায়গড় জেলার সুনাখান্ডি পঞ্চায়েত এলাকায়। পাত্রীর বাড়ি সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে, দিবালাপাডু গ্রামে। শুক্রবার চার হাত এক হয় তাঁদের। গাড়ি না পাওয়ায় বৃহস্পতিবার থেকেই হাঁটা শুরু করেছিলেন বর৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দৃশ্য।
সন্ধ্যে ৬টা নাগাদ পায়ে হেঁটেই রওনা দিয়েছিল পাত্রপক্ষ ৷ পাত্রীর বাড়িতে যখন তাঁরা পৌঁছেছেন, ঘড়ির কাটা বলছে ভোর ৩ টে বাজে৷ অর্থাৎ, ৯ ঘণ্টা হাঁটতে হয়েছে রমেশ ও তাঁর পরিবারকে ৷