চাঁদের মাটিতে 'প্রাকৃতিক ঘটনা' ! ল্যান্ডারের যন্ত্রাংশ সেরকমই একটা আভাস দিল ইসরোকে । চাঁদের মাটিতে নানান ধরনের বিষয় নিয়ে গবেষণা, পরীক্ষা-নীরিক্ষা চলছে । সেরকমই একটি পরীক্ষায় দেখা গেল, চাঁদের মাটিতে কম্পন হচ্ছে । যা একটি 'প্রাকৃতিক' ঘটনা বলে মনে করছে ইসরো ।
ভারতের ইসরোর চন্দ্রাভিযানের ‘লুনার সিসমিক অ্যাক্টিভিটি পে লোড’ সদ্য রেকর্ড করেছে ওই কম্পন । রোভার প্রজ্ঞান ও বাকি পেলোড চাঁদের মাটিতে চলাচলের ফলে যে কম্পন হচ্ছে, তাও রেকর্ড করা হয়েছে । তবে, ২৬ অগাস্ট চাঁদের মাটিতে যে কম্পন রেকর্ড করা হয়েছে, সেটা ‘প্রাকৃতিক'। কিন্তু, কম্পনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । পরীক্ষা-নীরিক্ষা চলছে বলে জানিয়েছে ইসরো ।
ইসরো টুইট করে জানায়, '২৬ অগস্ট এমন একটি ঘটনা রেকর্ড করা গিয়েছে, যা দেখে মনে হচ্ছে, তা প্রাকৃতিক । তবে, কোথা থেকে এটা আসছে, উৎস কী, তা নিয়ে খোঁজ চলছে।'
লুনার সিসমিক অ্যাক্টিভিটি পে লোড
ল্যান্ডারের এই যন্ত্রাংশটি মূলত, চাঁদের মাটিতে কম্পনের প্রভাব রেকর্ড করছে । কোথায় স্বাভাবিক কম্পন হচ্ছে, কোথায় আর্টিফিশিয়াল কোনও ঘটনা ঘটছে, তা রেকর্ড করে ইসরোকে পাঠাচ্ছে এই যন্ত্র । চাঁদে এই সদ্য কম্পনের রেকর্ডটিও লুনার সিসমিক অ্যাক্টিভিটি পে লোড-ই করেছে ।