এই প্রথম রাজনৈতিক ভাবে মণিপুরে বড় ধাক্কা খেল বিজেপি। রবিবার সেখানকার এন বীরন সিং সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল এনডিএ শরিক কুকি পিপলস অ্যালায়েন্স। রাজ্যপালকে চিঠি দিয়ে সমর্থন প্রত্যাহারের কথা জানানো হয়েছে। এদিন অশান্তি বিধ্বস্ত মণিপুরে নতুন করে প্রায় এক হাজার নিরাপত্তা কর্মীকে পাঠানো সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।
রাজ্যপালকে লেখা চিঠিতে কুকি পিপলস অ্যালায়েন্স দাবি করেছে, গভীরভাবে খতিয়ে দেখে তারা সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে তাদের দুই বিধায়ককে বীরেন মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় তিন মাস হয়ে গেল অশান্তি থামার কোনও চিহ্ন নেই মণিপুরে। বরং রোজই বাড়ছে মৃত্যু সংখ্যা।
আরও পড়ুন : ফের উত্তপ্ত মণিপুর ! নিরাপত্তা বাহিনীর সঙ্গে মেইতেই মহিলাদের সংঘর্ষে আহত অন্তত ১৭ জন
এদিকে দুই মণিপুরী মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় অবশেষে শাস্তি দেওয়া হল পাঁচ পুলিশ কর্মীকে। তাঁদের আপাতত সাসপেন্ড করা হয়েছে। গত চার মের এই ঘটনার ভিডিও সামনে এসেছিল গত ১৯ জুলাই।
শনিবার ভোর থেকে নতুন করে উত্তপ্ত মণিপুরের বিষ্ণুপুর-চুড়াচাঁদপুর সীমানা এলাকা। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে হিংসার বলি ছ’জন। তাঁদের মধ্যে রয়েছেন এক বাবা এবং ছেলে। সংঘর্ষের জেরে আহত হয়েছেন ১৬ জন।