উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেসের চালকের উপস্থিত বুদ্ধির জেরে অল্পের জন্য রক্ষা পেল অসংখ্য প্রাণ। সেমি হাইস্পিড এই ট্রেনের লাইনে ফেলে রাখা ছিল রড, পাথর। রেললাইনে সেসব পড়ে থাকতে দেখে তড়িঘড়ি আপৎকালীন ব্রেক কষেন ট্রেন চালক। একটু উনিশ বিশ হলেই বিরাট দুর্ঘটনার মুখে পড়তে পারত বন্দে ভারত।
পরে রেলকর্মীরা এসে লাইনের উপরের পাথর সরিয়ে দেন। লাইনে গেঁথে রাখা ছিল একটি রড-ও। চিতরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ। ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই ট্রেনটি।
রেলওয়ে পুলিশ বাহিনী এবং জেলা পুলিশ 'ইচ্ছাকৃত নাশকতার ঘটনা’ হিসেবে তদন্ত শুরু করেছে।