করোনার স্মৃতি এখনও টাটকা, তারমধ্যেই অজানা নিউমোনিয়ায় ফের আক্রান্ত চিন। ‘রহস্যময়’ এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পাল্লা দিয়ে বাড়ছে H9N2 সংক্রমণও। এই নিয়ে আগেই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবার এই নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক-ও। ইতিমধ্যেই ভারতের রাজ্যে রাজ্যে হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
LPG Cylinder KYC Update: ডিসেম্বরের শেষের মধ্যেই KYC আপডেট, না দিলেই বন্ধ হয়ে যেতে পারে গ্যাসের ভর্তুকি
যাতে দেশেও এই ধরনের কোনও কেস বা লক্ষণ চোখে পড়লেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। তবে এখনই চিন্তার কিছু নেই বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, "গত কয়েক সপ্তাহ ধরে উত্তর চিনে নিউমোনিয়া সংক্রমণ ছড়িয়েছে। এখনও পর্যন্ত অজানা কোনও প্যাথোজেনের হদিশ পাওয়া যায়নি। ভারতে এই দুই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারত যে কোনও পরিস্থিতিতে লড়াই করতে প্রস্তুত।"