রসিকতা বোধহয় একেই বলে! বুধবার সকালে হ্যাকাররা (Hacker) হানা দিল কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে (Twitter)। তারপর তার নাম বদলে করে দিল 'এলন মাস্ক' (Elon Mask)!
যদিও, খানিকক্ষণের মধ্যেই তা পুনরুদ্ধার করা হয়। এই খবর মন্ত্রকের পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে।
ওই অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা শুরু হয়। প্রতিটি টুইটেই লেখা ‘গ্রেট জব’! এই ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি শুরু হয়ে যায় টুইটার হ্যান্ডল পুনরুদ্ধারের কাজ। দ্রুত মুছে ফেলা হয় ওই টুইটগুলি। ফের ফিরে আসে মন্ত্রকের নাম।
উল্লেখ্য, এলন মাস্ক (Elon Mask) এই মুহূর্তের বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম।