শুরু হবে পুরনো থেকে। শেষ হবে নতুন ভবনে। চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। শনিবার একথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। অধিবেশন চলবে ১১ অগস্ট পর্যন্ত। ২৩ দিনের এই অধিবেশনে পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। এদিন সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ২৩ দিনের এই অধিবেশনে কর্মদিন ধরা হয়েছে ১৭ দিন। অভিন্ন দেওয়ানি বিল ছাড়াও, এই অধিবেশনে একাধিক বিল আনতে চলেছে মোদী সরকার।
সংসদে কবে পেশ হয়ে অভিন্ন দেওয়ানি বিধি বিল ? দিল্লির বিজেপি নেতা কপিল শর্মা টুইটে জল্পনা তৈরি হয়েছে। তাঁর দাবি, ৫ অগস্ট সংসদে পেশ হতে পারে এই বিল। কারণ, ৫ অগস্ট কাশ্মীর থেকে প্রত্যাহার হয়েছিল বিশেষ আইন। ৫ অগস্ট রামমন্দিরের শিলান্যাস হয়েছিল। ইতিমধ্যে মোদী সরকারের এই বিলকে সমর্থন করেছে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং আদ আদমি পার্টি। যদিও মেঘালয়ে বিজেপির সহযোগি এনপিপি-সহ বাকি প্রায় সব বিরোধী দল এই বিলের বিরোধিতা করেছে।
দেশের এক একটি সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আইন থাকলে সেই দেশ কোনও ভাবেই এগোতে পারে না। গত মঙ্গলবার বিজেপির কর্মসূচিতে যোগ দিয়ে ভোপালে এই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সওয়ালেই স্পষ্ট বাদল অধিবেশনে সংসদে এই বিল পেশ করতে বদ্ধ পরিকর বিজেপি।