মুম্বই পুরসভার একটি হাসপাতালে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে, তাঁর সদ্যজাত শিশুকে আবর্জনার স্তুপে ফেলে দেওয়ার অপরাধে। সিসিটিভি ফুটেজ দেখে মহিলার কীর্তি ধরা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে একজন সাফাই কর্মী সিওন হাসপাতাল সংলগ্ন অঞ্চলে টয়লেটের অনৰ্জনার স্তুপে নবজাতকে দেখতে পান। পরে ওই কর্মী হাসপাতালে জানালে, শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
Mimi Chakraborty: মিমির তোপে কেন্দ্রীয় সরকার, মুদ্রাস্ফীতি নিয়ে সংসদে সরব যাদবপুরের সাংসদ
আশেপাশের সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা গিয়েছে, শিশুটির মা টয়লেটের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। ধারাভি থেকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, অভিযোগ স্বীকার করে নেন ওই মহিলা। বিয়ের আগেই মা হয়ে যান মহিলা, তাই এই কাণ্ড ঘটান বলে দাবি।