একের পর এক কাণ্ড ঘিটছে বিমানে। এবার মাঝাকাশে এয়ার ইন্ডিয়া বিমানের এক উচ্চপদস্থকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহযাত্রীর বিরুদ্ধে।অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি আসার ফ্লাইটে গত ৯ জুলাই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, এক সহযাত্রী বেসামাল হয়ে পড়েছিলেন বিমানকর্মী সন্দীপ বর্মা তাঁকে শান্ত হতে বললে চড় মারা হয় বলে অভিযোগ।এমনকী তাঁর মাথাও ঠুকে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
Dharavi Slum: অত্যাধুনিক বাড়ি সঙ্গে শপিং মল! ধারাভি বস্তির ভোল বদলে দেবে আদানী গোষ্ঠী
অভিযুক্ত যাত্রী দিল্লির বাসিন্দা। পরে পুরুষ বিমান সেবকরা এসে তাঁকে শান্ত করেন। বিমান দিল্লিতে নামার পর অভিযুক্তকে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। পরে ক্ষমাও চান ওই যাত্রী৷ জানা গিয়েছে তাঁর নাম কোনও অভিযোগ দায়ের করাও হয়নি।