দুর্নীতিবাজদের বৈঠক। বেঙ্গালুরু নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা ফিরিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেঙ্গালুরুতে জোট বৈঠক শুরুর আগে মমতার জবাব, তাঁরা একসঙ্গে রয়েছেন বলেই ভয় পেয়েছে বিজেপি। তাই বৈঠক শুরুর আগেই প্রতিক্রিয়া দিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। এদিনও মণিপুর ইস্যুতে কেন্দ্রকে খোঁচা দিয়েছেন তৃণমুল নেত্রী। তাঁর অভিযোগ, মণিপুর জ্বলছে। আর বিদেশে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী।
তৃণমূল সিদ্ধান্ত নিয়েছিল মণিপুরে তারা প্রতিনিধি দল পাঠাবেন। কিন্তু সম্প্রতি মণিপুর সরকারের অনুরোধে আপাতত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
বিরোধীদের মহাজোটের এই দোকানে দুর্নীতি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না বলেও অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। পোর্ট ব্লেয়ার বিমানবন্দরকে নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে নেতার নামে ফৌজদারি মামলা চলছে, সেই নেতার কদর এই জোটে সবচেয়ে বেশি।
মোদী জানান, ২০২৪ সালে বিজেপিকেই ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাধারণ মানুষ। সেটা বুঝতে পেরেই দেশের দুর্দশার জন্য দায়ী দলগুলি নতুন করে দোকান খুলেছে।, ২৪’এর জন্য ২৬টি দল একজোট হয়েছে।