রথের পুরীতে বিপত্তি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল ভিড়ে দমবন্ধ হয়ে এক জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। বিকেলে গ্র্যান্ট রোডে রথের চাকা গড়ানোর পর হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ জানিয়েছে, এই সময় পদপৃষ্টের মতো অবস্থা তৈরি হয়। এই ঘটনায় দমবন্ধ হয়ে এক জনের মৃত্যু হয়েছে বলে রাত পর্যন্ত প্রশাসন দাবি করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবার এক বিরল ঘটনা ঘটতে চলেছে পুরী। তিথির জন্য ৫৩ বছর পর এবার দু দিন ধরে রথ হবে পুরীতে। রবিবার তার কিছুটা চাকা গড়িয়েছে। সোমবার আবার খানিকা চাকা গড়িয়ে যাবে মাসির বাড়িতে। অন্যবারের তুলনায় এবার রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল পুরীতে। অভিযোগ ভিড় নিয়ন্ত্রণে কোনও উদ্যোগ ছিল না প্রশাসনের।
রথের অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং রাজ্যপাল রঘুবর দাস। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।