বিশ্বজুড়ে করোনা-আবহের (Corona) জন্য চলতি বছরের প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপনেও কোনও বিদেশি অতিথি থাকছেন না।
ভারতের (India) পক্ষ থেকে ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানকে। যদিও, সংশ্লিষ্ট দেশগুলির পক্ষ থেকে এই নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।
দুনিয়া জুড়ে ওমিক্রনের (Omicron) ভয়াবহ বৃদ্ধিকেই এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয়েছিল কোনও বিদেশি অতিথিকে ছাড়াই। শেষ মিনিটে বাতিল করা হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফরের সূচি।
২০২১ এর আগে এমন ঘটনা শেষবার ঘটেছিল ১৯৬৬ সালে। যখন ১১ জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করেছিলেন ইন্দিরা গান্ধী।