দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ঘটা করে হনুমানের শ্রাদ্ধ হল মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। শ্রাদ্ধের অনুষ্ঠানে একসঙ্গে পাত পেড়ে খেলেন হাজার দেড়েক গ্রামবাসী। হনুমানের শেষকৃত্যে যোগ িলেন শয়ে শয়ে মানুষ।
ডালুপুরা গ্রামে প্রায়ই আসত একটি হনুমান। কারও পোষা ছিল না। ২৯ তারিখ মারা যায় সে। তার শবদেহ নিয়ে কয়েক শো মানুষের শ্মশানযাত্রার ভিডিও এখন ভাইরাল। তাতে দেখা গিয়েছে, কাঁধে করে শব নিয়ে যাচ্ছেন বহু মানুষ। হরি সিং নামে এক ব্যক্তি আবার মাথাও কামিয়ে ফেলেছেন হিন্দু রিতি রেওয়াজ মেনে।
ঘটা করে সেই হনুমানের শ্রাদ্ধের আয়োজন করে গ্রামবাসীরা। কার্ড ছাপিয়ে গোটা গ্রামে বিলি করা হয়। প্যান্ডেল খাটিয়ে গালিচা পেতে ভোজের আয়োজনও হয়েছে। ভিডিও–তে দেখা গিয়েছে, পাত পেড়ে সেই ভোজ খেতে এসেছেন শিশু,মহিলারা, পরিবেশন করছেন পুরুষেরা।
কোভিডবিধি অমান্য করার জন্য এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে একটি অভিযোগ নথিভুক্ত করেছে।