শৌচাগারে ১৭ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো তোলা হয় বলেও অভিযোগ। অভিযুক্ত ৩ নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার এলাকায়। গত বৃহস্পতিবার নির্যাতিতার ভাই ইনস্টাগ্রামে ভিডিয়োটি দেখার পর বিষয়টি জানতে পারেন। এরপরই পুলিশে অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ওই তিন নাবালককে গ্রেফতার করে পুলিশ। পকসো-সহ একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জুভেনাইল হোমে পাঠানো হয়েছে তাদের।
ভিডিয়োতে দেখা যায়, পাবলিক টয়লেটের মধ্যেই মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ করছে ওই তিন নাবালক। নাবালিকা পুলিশকে জানায়, এলাকার একটি পাবলিক টয়লেটে ঢোকে সে। অভিযুক্তরা হুমকি দেয় বলেও অভিযোগ ওই নাবালিকার। ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।