সেনার ছাউনিতে চলছিল কামানের গোলা ছোড়ার অনুশীলন। আচমকাই একটি গোলা শুটিং রেঞ্জ পেরিয়ে গিয়ে পড়ে পাশের গ্রামে। সেই সময় মাঠে কাজ করছিলেন অনেকে। আচমকা পড়া গোলায় মৃত্যু হয়েছে ৩ গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। গয়ার সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশ আশিস ভারতী বলেন, গুলারভের গ্রামে ঘটনাটি ঘটেছে। বারাচাত্তি থানার আওতায় পড়ে ওই অঞ্চলটি। প্রাথমিকভাবে, গোলার আঘাতে আহত হন ৬ জন।
তারপরই তাঁদের সকলকে দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটবর্তী অনুগ্রহ নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন এক মহিলা সহ মোট তিনজন গ্রামবাসীর মৃত্যু হয়।
জীবিতদের তিনজনের মধ্যে দুজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক।