রেলযাত্রীদের জন্য সুখবর৷ বন্দে ভারত-সহ ভারতের সমস্ত এগ্জিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্তাডোম এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেনের ভাড়া কমতে পারে ২৫ শতাংশ পর্যন্ত। রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।
গত এক মাসে যে ট্রেনগুলির মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়নি, সেই ট্রেনগুলিতে কার্যকর হবে নতুন ভাড়া। কোন জোনে কত ভাড়া কমবে, সে বিষয়ে রেল বোর্ড সিদ্ধান্ত নেবে না। বিভিন্ন জোনের কর্মকর্তারাই সিদ্ধান্ত নেবেন।
রেলওয়ে বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ সমস্ত এগ্জিকিউটিভ ক্লাস ট্রেনে এই নতুন ভাড়া প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল ভা়ড়া কমানো হতে পারে।