শুক্রবার মণিপুরে যাচ্ছে না তৃণমূলের প্রতিনিধি দল । বৃহস্পতিবার রাতে তৃণমূলের সূত্রে জানা গিয়েছে, মণিপুর সরকারের অনুরোধে যাত্রা আপাতত কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে । তাই, বিজেপিশাসিত মণিপুরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবারের পরিবর্তে বুধবার যেতে পারে তৃণমূলের তথ্যসন্ধানী দল ।
মণিপুরে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে চায় তৃণমূল । তাই, সেখানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় দল । ওই দলে থাকবেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং সুস্মিতা দেব । শুক্রবারই যাওয়ার কথা ছিল । কিন্তু, তৃণমূল সূত্রে খবর, মণিপুর সরকার তিন-চার দিনের জন্য সফর পিছিয়ে দেওয়ার ‘লিখিত’ অনুরোধ করেছে। তাই পিছিয়ে দেওয়া হয়েছে সফর ।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগে বাংলায় চার সদস্যের তথ্যসন্ধানী দল পাঠানোর সিদ্ধান্ত বিজেপি নেওয়ার পরই বিজেপিশাসিত মণিপুরে তথ্যসন্ধানী দল পাঠানোর ঘোষণা করে তৃণমূল ।