স্বাধীনতা ৭৫-এর বর্ষপূর্তি। কিন্তু দেশের স্বাধীনতা নিয়ে মানুষ কী ভাবেন? এবার তা জানতে পথে নামছে তৃণমূল। শনিবার থেকেই নতুন ডিজিটাল অভিযান চালু করল তৃণমূল। চালু হল #মাইআইডিয়াফরইন্ডিয়াঅ্যাট৭৫। উদ্দেশ্য একটাই, বৈচিত্র্যের এই দেশে নাগরিকদের এক মতে বেঁধে ফেলা।
জানা গিয়েছে, আগামী তিন দিন ধরে চলবে এই ডিজিটাল অভিযান। প্রথম দিন আলোচনার বিষয়, দেশপ্রেমকে কী ভাবে গ্রাস করছে জাতীয়তাবাদ, কী ভাবে হিংসা ছড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি। এই অভিযানের মাধ্যমে হিংসা, বিভেদ সরিয়ে দেশপ্রেম প্রচার করাই তৃণমূলের উদ্দেশ্য বলে দাবি করেছে রাজ্যের শাসকদল। তারা বার্তা দিতে চায়, অন্যের দেশকে ছোট করা নয়, বরং নিজের দেশকে ভালবাসাই লক্ষ্য হওয়া উচিত।
আরও পড়ুন- Mamata Banerjee : 'আমাদের কাছে ভারত মানে একতা,' সোশাল মিডিয়ায় ডিপি বদলে লিখলেন মুখ্যমন্ত্রী
টুইটারে দেশ সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘ভারত, যেখানে অনেক বিভেদের মধ্যেও রয়েছে বৈচিত্র। ভারত, যেখানে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। ভারত, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিকের অধিকারই অগ্রাধিকার পায়। এটাই আমাদের ভারত। এই সুন্দর বৈচিত্রময় দেশের আমরা গর্বিত নাগরিক নই কি! আমাদের কাছে ভারত মানে ঐক্য। কিন্তু আমাদের সকলেরই ভিন্ন মত রয়েছে।' এরপরেই দেশ সম্পর্কে ভারতবাসীর মতামত জানতে চেয়েছেন তৃণমূল নেত্রী।