শুক্রবার দিল্লির বাংলো খালি করে দিলেন মহুয়া মৈত্র। এদিনই কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লির বাংলোয় দল পাঠানো হয়। যদিও তৃণমূল নেত্রীর আইনজীবী জানিয়েছেন, কেন্দ্রীয় দল পৌঁছনোর আগেই তাঁর মক্কেল বাংলো খালি করে দিয়েছেন। তাঁকে উচ্ছেদ করা হয়নি।
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট অফ এস্টেটের তরফে শুক্রবার সকালে মহুয়া মৈত্রের বাংলোয় একটি দল পাঠানো হয়। দলের সদস্যদের কাছে বাংলোর যাবতীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে।
কী জানিয়েছেন আইনজীবী?
মহুয়া মৈত্রের আইনজীবী শাদান ফারাসাত জানিয়েছেন, তৃণমূল নেত্রীকে উচ্ছেদ করা হয়নি। কারণ কেন্দ্রীয় দল পৌঁছনোর আগেই বাংলো খালি করে দেওয়া হয়েছে। এবং বাড়ির যাবতীয় জিনিস কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট অফ এস্টেটের হাতে তুলে দেওয়া হয়েছে।
Read More- রাম মন্দির উদ্বোধনের দিন মাত্র দেড় ঘণ্টার জন্য খোলা ব্যাঙ্ক! কখন সারতে হবে আপনার জরুরি কাজ?
কী ঘটেছিল?
লোকসভার সদস্যপদ খারিজের পর বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন মহুয়া। যদিও আদালত জানিয়েছে, বাংলোয় থাকার অধিকার হারিয়েছেন মহুয়া।